এসো হে বৈশাখ বাজাও সানাই,
নতুন বছর আজ শুরু রে ভাই।
রাঙাও মাটি, রাঙাও আকাশ,
সাজাও প্রাণের দুয়ার তাই।
গাছে গাছে কচি পাতা দোলে,
কোকিল গায় মধুর সুরে।
রেশমি হাওয়ার তালে তালে
কনকচূড়ায় সোনা ঝরে।
আলপনাতে আঁকি স্বপ্ন,
শাড়ি-পাঞ্জাবি রঙিন বেশ।
হাসি-গানে ভরে উঠুক,
পহেলা দিনের এই তো রেশ।
শঙ্খধ্বনি আনলো নববর্ষ
আসলো আলো, এলো গান।
সুখে-দুঃখে একসাথে মোরা থাকি,
ভালোবাসায় আজ ভরলো প্রাণ!