একদিন এক কাগজ কুড়ানি
ডাষ্টবিনেতে কুড়িয়ে পেল
সদ্যজাত শিশু,
পরম স্নেহে তুলে নিল
সন্তান-হীন জননী।
বাধ সাধল স্বামী,
কার পাপ বহন করব
এখন আমি?
জানেনা সে, ও পাপী নয়,
পাপী সেই পশু
যার লালসার জন্ম নিল—
এমন নিম্পাপ শিশু!
অল্প দাম বেচে দিল
আরেক মায়ের কাছে।
মা বলে জানলো যাকে
সেও দিল বেচে,
চড়া দামে বিক্রি হল
দালাল চক্রের কাছে।
ষোড়শ বর্ষে মেয়েটি
অন্তঃসত্ত্বা হল।
ব্যবসায়ে লাগবেনা তাই
ছুঁড়ে ফেলে দিল।
এদিক ওদিক ঘুরে ফিরে
ফুটপাতে তে রয়।
যথা সময়ে তার
সন্তান প্রসব হয়
সন্তান দেখে চোখ বুজল
অভাগিনী মা।
ধূলায় পড়ে রইল চেয়ে—
অবহেলিত উমা ।।