শ্রান্ত বিকেল!!
রাজার দুলালী পাঠশালা হইতে হেলিয়া দুলিয়া ফেরে বাটী।
পাছে পাছে চলে রাজার কুমার আর আড় আড় চাহি তাহারে দেখে বারে বারে।
সন্ধ্যামালতির দলে আঁখি তুলে বলে
- অমর হউক! অমর হউক!
রিনিঝিনি বাজে নূপুরের তাল।
শ্রবণে বহিল না জানি কত কাল!
বাতাসেরা বদন তুলে চায়;
কানে কানে বলে যায়
- অমর হউক! অমর হউক!
সূর্য গাহে বিদায়গীতী
শশী যেন উঠে হাসিমাখা চাহনিতে
প্রেম যেন ফিরে আসে আলোক গতিতে, এই ধরণীতে
নিজ মুখে করে নিজ প্রার্থনা
- অমর হউক! অমর হউক!