নির্বাচনের মঞ্চে স্বপ্নের বাঁধন ভাঙে,  
গণতন্ত্রের অশ্রু বাতাসে রুদ্ধ।  
অন্যায়ের গর্জন থেকে মুক্তির আশা সঞ্চার,  
মুক্তির পথে ক্রোধের বন্যা বয়ে চলে ঝড়ের মতো।  

অমানুষিক ক্ষমতার নির্যাতন চলছেই,  
মানবতা হারাচ্ছে ন্যায়ের সন্ত্রাসে।  
ভোটের অধিকার ক্ষত-বিক্ষত হয়ে পড়ে,  
ক্রোধের মিছিল সমগ্র দেশে ছড়িয়ে যায়।  

ধর্ষণের তীব্র আঘাতে ভেঙে যায় আশা,  
নারীর সপোনের মুখে অমানবিক কষ্ট।  
অন্যায় আচরণের পরিণতি ভীষণ ভয়াবহ,  
নির্যাতনের ছায়ায় দেশ আজ বিপর্যস্ত।  

শাসকের অত্যাচার আর দুর্নীতির বেড়াজালে,  
গণতন্ত্রের পথ খুঁজে পাওয়া কঠিন।  
অন্যায় আচরণের গ্লানি অপসারিত হোক,  
মানবতার আশা জাগুক নতুন দিনের আলো।  

অন্ধকারে ভরা দেশ, সেদিনের সুর,  
স্বপ্নে পূর্ণ পৃথিবী আজ দুর্বিষহ নরক।  
অধিকার হারানোর কান্না কানে বাজে,  
কপালের অক্ষর আজ শোষণের সঙ্গী।  

নির্বাচনের মাঠে জয় পরাজয়ের কাহিনী,  
জনতার মনের বেদনা বয়ে চলে নিঃশব্দে।  
অমানুষিক আচরণের পরিণতি দেখানো হোক,  
দুঃখের মিছিল সমগ্র দেশে বয়ে যায়।  

ক্রোধের অন্ধকারে আলো জ্বলুক,  
স্বপ্নের দেশ ফিরে আসুক মানুষের হাতে।  
অন্যায় ও অত্যাচারের চক্র ভাঙুক,  
মুক্তির পথে যাত্রা হোক নতুন সূর্য উঠুক।  

অত্যাচারের প্রান্তরে শান্তির বার্তা,  
নির্যাতনের কষ্ট কমুক, খুলুক হৃদয়।  
মানবতার সপোন হয়ে উঠুক সত্য,  
দেশের উন্নয়নে প্রত্যেকটি প্রাপ্তি হোক সার্থক।  

অভ্যন্তরীণ ক্রোধ ছিঁড়ে ফেলুক সকল বাঁধা,  
জীবনের কষ্ট মিলিয়ে যাওয়ার সূচনা হোক।  
গণতন্ত্রের স্বপ্নে আলো জ্বলে উঠুক,  
বিপ্লবের কথা হয়ে উঠুক সবার মুখে।  

দেশের মানুষের অধিকার ফিরে আসুক,  
শান্তির নীল আকাশে নতুন আশা জাগুক।  
অন্যায় ও অত্যাচারের কাঁদো বাদল চিরে,  
নতুন দিন উদয় হোক, প্রত্যাশার সুরে।