তুমি আসলে ঠিক ততটাই ফাঁকা, ঠিক যতটা-
রংচঙয়ে কাগজে মোড়ানো তোমার আগাগোড়া।
আসলে তারও চেয়ে বেশি; কেউ না জানুক, আমিতো জানি-
আর জানে, দূরের ঐ সারি সারি একাকী শৈল চূড়া।
বহু দূর থেকে ভেসে আসা বাতাসে তাদের মৃদু গুঞ্জন, শুনতে পাচ্ছ?
ওরা সব দেখে, সব জানে- যেমন জানে মেঘেরা, নদীরা।
আর কত মিথ্যের রংয়ে সঙ সাজা?
ওটা তোমার আমিত্ব নয়, বরং ক্ষয়িষ্ণু অভিলাষা।
এবার ক্ষান্ত হও, কাদামাটির মানুষ হও- ভালো থাকবে।
©সুব্রত ব্রহ্ম
৩০ আগস্ট ২০২৩
ময়মনসিংহ।