যে সময়
বয়ে চলে যায়- থামেনা,
যে সময়
ঝড়ো হাওয়া মাখা- অচেনা।
যে দিন
আঁকড়ে বাঁচে মন- ভোলেনা,
যে দিন
সাতরঙা ছবি আর- আঁকেনা।
সে ব্যথা তোমার চেনা নয়...!

সেখানে সময় এমন গল্প কয়,
যে দখিন হাওয়ায় ভেজে মন-
বড় বেশি তাকে আজ প্রয়োজন।

যে সময়
ফ্রেমে আঁটা শুধুই- নিস্প্রাণ,
চেনা পথ
যতোদূর ধুধু বালুচর- বিরান।
আসে দিন
ঘড়ির কাঁটায় মাতাল- উড়ে যায়,
আসে রাত
তারা খসা উজল- অসীমে হারায়।
সে ব্যথা তোমার চেনা নয়...!

সেখানে সময় এমন গল্প কয়,
যে দখিন হাওয়ায় ভেজে মন-
বড় বেশি তাকে আজ প্রয়োজন!

যে মানুষ
হাসির আড়ালে গভীর- ক্ষত লুকায়,
সে মানুষ
দিতে দিতে নিঃশেষ- তবুও হারায়।
যে মানুষ
ঘরছাড়া হলে আর- ফেরেনা
সে মানুষ
শত আর্তিতেও আর- পাবেনা।
সে ব্যথা তোমার চেনা নয়...!

সেখানে সময় এমন গল্প কয়,
যে দখিন হাওয়ায় ভেজে মন-
বড় বেশি তাকে আজ প্রয়োজন!

©সুব্রত ব্রহ্ম
মার্চ ১৮, ২০২১খ্রিঃ
ময়মনসিংহ।