যেখানে যা হওয়ার নয়
যাকে যা কিছু দেওয়ার নয়,
শোনাবো যাকে ঘুমায় সুখে
কলম কেবলই শুকিয়ে যায়।
রাতগুলো এতো দীর্ঘ কেন?
বুনো শব্দের স্ফূর্তি কেন?
যা-কিছু আজ শেষের কথা,
শ্রাবণ ধারায় গুলিয়ে যায়।
সোনার সূতোয় আকাশ বোনা
আকাশ ভরা তারার ছানা,
খেরোখাতার পাতায় পাতায়
অদৃশ্য টান ফুরিয়ে যায়।
©সুব্রত ব্রহ্ম
২২ মে, ২০২০খ্রিঃ
ময়মনসিংহ।