Lyrics-

পদ্ম পাতার জলে রোদের ঝিলিক
আজলা ভরে আনি তোমার কাছে।
যেই দিলে ছুঁয়ে তুমি আজলার ঐ জল
মেঘটাও যে সরলো খানিক। (২)

পিয়া পিয়া বোলে
রিমঝিম ঝিম তাল তুলে
বাদলা ঝরে চারিদিক...।।

বাদলার দিনে এলো
বাদলাতে ভেসে গেলো,
পদ্ম পাতা পায়নি খোঁজ।
রঙধনু এঁকে যায়
মন ভাঙা আয়নায়,
উতলা মন যে অবুঝ। (২)
যেখানেই রয়ে যাও
আমারই হয়ে রও
আজ আমার নাই কিছুই ঠিক।

পিয়া পিয়া বোলে
রিমঝিম ঝিম তাল তুলে
বাদলা ঝরে চারিদিক।।

ছন্দ সুরের খেলায়
শুভ্র মেঘের ভেলায়,
পাখির ডানায় নামতো ভোর।
আজ শুধুই তাল কাটে
সুর হারা মন কাঁদে
কাটেনা আঁধারের ঘোর (২)
পোড়া মনের গানে
পদ্ম পাতার টানে,
একদিন পাবোই দিশা ঠিক..।

পিয়া পিয়া বোলে
রিমঝিম ঝিম তাল তুলে,
বাদলা ঝরে চারিদিক।।

©সুব্রত ব্রহ্ম
নভেম্বর, ২০১১ ইং।
ময়মনসিংহ।