|| প্রিয় মৃন্ময়ী - V.2 ||

আমারও যে কতো কথা বাকি
দিনে দিনে বাড়ছে যে বেলা।
তোমার এই সামলে চলা
রোদে-মেঘে করে খেলা
ভাঙনের সুরে মাখামাখি...
কাছে গিয়েও, সরে থাকি।।

যে ছবি ক্যানভাসেতে এঁকে চলা
কত কি আনমনেতে কথা বলা(x2)
শেষটান আঁকতে গিয়েও
সহসা রঙ হারিয়ে-
ভাঙনের সুরে মাখামাখি...
কাছে গিয়েও, সরে থাকি।।

রাতের এই গল্পগুলো উদাস বড়
কুড়িয়ে নিয়ে কাগজ করছি জড়ো(x2)
না বলা গল্পগুলো
এ খাঁচায় বন্দী পাখি-
ভাঙনের সুরে মাখামাখি...
কাছে গিয়েও, সরে থাকি।।

আমারও যে কতো কথা বাকি
দিনে দিনে বাড়ছে যে বেলা।
তোমার এই সামলে চলা
রোদে-মেঘে করে খেলা
ভাঙনের সুরে মাখামাখি...
কাছে গিয়েও, সরে থাকি।

©সুব্রত ব্রহ্ম
২৩ অক্টোবর, ২০২৪
ময়মনসিংহ।