|| প্রিয় মৃন্ময়ী ||
আমারও যে কতো কথা বাকি
দিনেদিনে বাড়ছে যে বেলা।
তোমার এই সামলে চলা
রোদে-মেঘে করে খেলা,
ভাঙনের সুরে মাখামাখি...
কাছে গিয়েও, সরে থাকি।।
রাতের এই গল্পগুলো উদাস বড়
কুড়িয়ে নিয়ে কাগজ করছি জড়ো।(x2)
কোনদিন আসবে নাকি?
সে আশায় স্বপ্ন দেখি,
ভাঙনের সুরে মাখামাখি...
কাছে গিয়েও, সরে থাকি।।
যে ছবি ক্যানভাসেতে এঁকে রাখা
সে ছবি বহুদিনের যত্নে আঁকা।(x2)
ছবিটা কি ছবিই রবে!
কোনদিন সত্যি হবে?
ভাঙনের সুরে মাখামাখি...
কাছে গিয়েও, সরে থাকি।।
মেঘেরা যেমন করে স্বপ্ন আঁকে
নীলেরা যেমন করে আগলে রাখে(x2)
সে আকাশ যায়না ছোঁয়া
অকারণ হাতড়ে যাওয়া
ভাঙনের সুরে মাখামাখি...
কাছে গিয়েও, সরে থাকি।।
আমারও যে কতো কথা বাকি
দিনে দিনে বাড়ছে যে বেলা।
তোমার এই সামলে চলা
রোদে-মেঘে করে খেলা,
ভাঙনের সুরে মাখামাখি...
কাছে গিয়েও, সরে থাকি।
©সুব্রত ব্রহ্ম
৯ই জুন, ২০২২
ময়মনসিংহ।