এই দুটি ছোট হাত, মনে রেখো
সকাল বেলার চুমু, মনে রেখো
মিঠেমিঠে আধো বোলে, আদুরে সুর তুলে..
দিনের প্রথম রোদ, ঝাকড়া কালো চুলে।
হাজার মানিক ছড়িয়ে পড়ে, সাত আকাশের গায়...
আমার কি আর তোমায় ছেড়ে যেতে মন চায়!
মনে রেখো রাজকন্যা, মনে রেখো..
যতো স্মৃতি আছে মনে, ধরে রেখো।
কাছে হোক দূরে, এই ঘর দ্বারে
ফিসফিস, গুনগুন, টুপটাপ...! মনে রেখো...!
মনে রেখো রাজকন্যা, মনে রেখো।
এই দিন সোনা দিন, মনে রেখো..
যতো দূরে চলে যাই, তারাদের রোশনাই,
মিটিমিটি করে জ্বাললেই, আকাশে মেঘ আঁকলেই...
চাঁদের আলো ছুঁয়ে তুমি গেয়ে ওঠো এই গান।
মনে রেখো...!
মনে রেখো রাজকন্যা, মনে রেখো।
পুরনো আঁকার খাতায় তুমি, মনে রেখো..
পুরনো খেলনা গাড়ির ভীড়ে, মনে রেখো..
ছোট্ট পায়ের জুতো দেখে, মনে রেখো..
বসার ঘরের মলিন ফ্রেমে.. মনে রেখো..!
মনে রেখো রাজকন্যা, মনে রেখো..
মনে রেখো রাজকন্যা, মনে রেখো..
ভালো থেকো রাজকন্যা, ভালো থেকো..
ভালো থেকো রাজকন্যা, ভালো থেকো..!
|| মনে রেখো ||
(Lyrics)
©সুব্রত ব্রহ্ম
এপ্রিল ১৫, ২০১৯ইং
ময়মনসিংহ।