Lyric-
একা রাত, একা রাত
ঝিঁঝিঁ ডাকা একা রাত
(শুধু) প্রশ্নের মালা গেঁথে চলা।
একা দিন, একা দিন
ক্ষয়ে যাওয়া একা দিন
(আজ) বেনো জলে ভাসে অবেলা।
আমি প্রশ্ন কুড়িয়ে জড়ো করি...
না আছে উত্তর, যুক্তি মনোহর
(শুধু) দংশনে সংঘাতে মরি।।

দিনে দিনে বাড়ে ক্ষয়
পুড়ে কতো দেবালয়,
আত্মা কি দিশা খুঁজে পায়?
(দ্যাখো) জিঘাংসা করে বাস
(ঐ) রাবনের উল্লাস!
কে নেবে অনাথের দায়?
(বলো) এই করে অশ্রু কে কেনে...?
দানবের রোষানলে,
নিরীহের চিতা জ্বলে,
বিভেদের অকৃপণ দানে।।

ছড়িয়ে সবুজ ঘাসে
সোনা রোদ ঐ হাসে,
এভাবেই এসো নব দিন।
নব সুর নব গান
শিশুদের কলতান,
শাশ্বত চির অমলিন।
আমি মানুষ আরও হতে চাই
(জেনো) মানুষেই করে জয়,
গড়ে তোলে দেবালয়,
ঈশ্বরও খুঁজে পায় ঠাঁই।।

©সুব্রত ব্রহ্ম
জুলাই ১৯, ২০১৬ইং: