জোছনা আড়াল করে তোমায় এনে দিলাম চাঁদ,
চাঁদের আলো মিলিয়ে গেলো উথলে খুশির বাঁধ।(২)
তারার তরে বিলিয়ে দিলাম সূর্য্যালোকের ভোর,
বিশ্ব জগত পেলো আলো পেয়ে প্রেম-ডোর।।
একটু আসা একটু আশা একটু সংকটে ভাসা,
অম্ল-মধুর মিষ্টি ছোঁয়ায় বিহ্বলতার যাওয়া-আসা (২)
আসার নামে বাহানা বড়, দীর্ঘ ব্যাকুল রাত!
গর্জে শ্রাবণ ঝরছে ধারা, বর্ষে অনুরাগ।।
জল জমেছে উছল নদী, মল্লারে বাঁধি তান,
উদাসী রাগে ঠুমরী ঠাঁঠে, আকুল আহ্বান (২)
কোন সে কারণ ভাঙ্গছো হৃদয়, রাত প্রাতে হারায়।
আজকে বাসর লগন ফুরায়, তোমার প্রতিক্ষায়।।
©সুব্রত ব্রহ্ম
জুলাই ২০, ২০১৮ইং
ময়মনসিংহ।