স্বপ্ন দেখিনা, দুঃস্বপ্নও না যতক্ষণ তুমি থাকো
তোমার সর্বাঙ্গে বয়ে চলা অথৈ নদীতে
আমি বুঁদ হয়ে ডুবে থাকি- গান লিখি, কবিতা লিখি
তোমার নরম উদোম পিঠে অদৃশ্য আলপনা আঁকি।
তুলোর মত নরম বুকের ভাঁজে কস্তুরির গন্ধ মাখা
গন্ধে পাগলপারা 'আমার' কলম, কবিতা, অস্তিত্ব- সব লীন হয়ে যায়।
©সুব্রত ব্রহ্ম
২২ অক্টোবর, ২০২৪
ময়মনসিংহ।