সবচেয়ে যে কাছের ছিলো, সময়ে তাকে চিনলেনা
যখন তাকে খুঁজতে গেলে, তার আর দেখা পেলেনা।
থাকতে যদি আঁকড়ে ধরতে, পিছে কেঁদে লাভ কী আর?
সময়ে যদি খবর নিতে, অল্প বেশি বারংবার।
দূরের তারা আপন হলো, চাঁদকে ভালোবাসলে না
বারেবারে ঠকে গিয়েও কাছের মানুষ চিনলে না!
কত কথাই থাকলো জমে, শব্দ হয়ে ফুটলো না
ফুটতো যদি গোলাপ হতো- আগলে রাখতে, ফেলতে না।
আমাদের এই চলতি সময় ধূপের মতোই মিলিয়ে যায়
জীবন যেন এক পলকের, শুরু না হতেই ফুরিয়ে যায়।
©সুব্রত ব্রহ্ম
৫ মে, ২০২৪খ্রি.
ময়মনসিংহ।