(আমার একমাত্র কন্যা পিদিমকে উৎসর্গ করে লেখা)

তুই
যেখানে রোদ
ছায়া শীতল জল-দুপুর।
তুই
হাসি রাশি
হাওয়া ভরা ভুস-পুকুর।।

আয়
জলে নামি
রোদে ভেজা(আ) পাগলামি।
আয়
শহুরে চাঁদ
বেঁধেছি গান তোর আমি।।

আজ
এই আছি
কাল কোথায় কে জানে?
আজ
যতোটা পাই
খুঁজিনা কাল, নেই মানে।।

চল্
ঘাসেতে নীল
তুই আমি ঘুড়ি ওড়াই।
চল্
ওড়াবো আজ
প্রাণ ভরে ধর লাটাই।।

©সুব্রত ব্রহ্ম
২০ আগস্ট, ২০২০
ময়মনসিংহ।