[এটি মূলত গীতিকবিতা হিসেবে ২o১০ সালে লেখা এবং একই সময়ে সুরারোপিত ও রেকর্ডকৃত। কথা, সুর, সঙ্গীত ও শব্দ প্রকৌশল আমার নিজের। আর গানটি খুব যত্নে গেয়ে দিয়েছে ছোট ভাই মৃদুল সান্যাল। প্রথম প্রকাশ youtube channel অগ্নিতে, ২০১২  সালে, reverbnations.com এ ২০১৩ সালে এবং Soundcloud এ ২০২০ সালে।অবানঞ্ছিতের জ্বালা গানটি মূলত প্রথম ভার্সের উপরে করা। দ্বিতীয় অংশটি ২০১৮ সালে নতুন করে সংযোজিত হয়।]    


বর্ষা আসে ভিজে চারিদিক
ঝড়ো হাওয়া বয় কাছেই।
দল বেঁধে ওই শৈশবেরা
অবুঝ খেলায় মাতে।
বাতাসের তোড় জানালার কাঁচে
কি রোষে গর্জে উঠে...

আমি অকারণ ভাবি সারাক্ষণ
বর্ষিনা কেন নিজে...!
আমি অকারণ ভাবি সারাক্ষণ
বর্ষিনা কেন নিজে...!

এই যে নদী বয়ে চলে যায়
সেওতো কুড়ায় খরা।
ছোট ছোট পা হুরোহুরি দিন
একদিন নেবে জরা।
আজ হাসে দিন কাল বর্ষায়
হারানো দিন না ফেরে...!

আমি অকারণ ভাবি সারাক্ষণ
বর্ষিনা কেন নিজে...!
আমি অকারণ ভাবি সারাক্ষণ
বর্ষিনা কেন নিজে...!