তুমি লেজুর তুমি গুণী
তুমি লবিস্ট তুমি মানী।
তুমি বে-গুণ তবুও কবি
তুমি অলরাউন্ডার তুমিই সব‘ই।
তুমি পোদ্দার, তুমি জোতদার অথবা পাটোয়ারি
তুমি সমাজের আষ্ঠেপৃষ্ঠে চতুর চোষক- ❝ব্যাপারি❞।
তুমি জানতে জানতে জানোয়ার-
কখনওবা গায়ক, গীতিকার ও সুরকার,
তুমি কবি মস্ত বড় খেলোয়ার।
মিনিটে মিনিটে বদলে ফেল গেঞ্জি,
এপাড়ায় ওপাড়ায় যেখানে যুৎসই চলে যাও-
খেলে বেড়াও ফুটবল, ক্রিকেট- রঞ্জি।
বাহ কবি, বাহ- You are the best.
তোমার শো'কেজ ভরা দেশ সেরা- তদবিরের সব ক্রেস্ট।
অলরাউন্ডার কবি তুমি নাদুস ভরা গায়ে
আমরা না হয় ঝরাপাতাই, প্রখর দহন দায়ে।
আমরা না হয় ঝরাপাতাই, প্রখর দহন দায়ে।
আমরা না হয় ঝরাপাতাই, প্রখর দহন দায়ে।
© সুব্রত ব্রহ্ম
মে ১৬, ২০২২ খ্রিঃ
ময়মনসিংহ।