আমার প'রে দিনের শেষে
যে গান খানি লুটায় এসে,
সেই সুরেরই করুণা ধারায়
মধ্য রাতের উদাস তারায়,
আলোর বিন্দু বুকে এঁকে
ঘুমের গল্প চোখে মেখে,
তোমার গালে গাল ছুঁইয়ে
আলোর প্রদীপ নিবিয়ে ফেলি।
শত রাত্রির গল্প আমার
মিথ্যে স্বপ্নে যৌথ খামার,
আশার গল্প আষাঢ়ে বড়
আসার নামে বাহানা কর,
আসবে যেদিন দেখে নিও
আমার যতো চিহ্ন প্রিয়,
শূন্য, পাবে শূন্য সবই
সাদা পাতার খাম খেয়ালি!
©সুব্রত ব্রহ্ম
সেপ্টেম্বর ৩, ২০১৬ইং
ময়মনসিংহ।