সেদিন ও উঠবে পূবালী সূর্য, আলো ঝরা হাসি নিয়ে,
সেদিন ও নদী সাগরের টানে, ছুটবে আপন পথটা দিয়ে।
সেইদিন ও গাইবে পাখিরা গান, প্রভাতীর প্রতীক হয়ে,
দুপুর বেলায় সেইদিনও দেখবে, শান্তসমীর চলছে বয়ে।
ভরদুপুরে ঘুঘুর ডাক সেইদিন ও, শুনতে পারবে তুমি,
সেদিন তোমাদের মায়ার ধরায় থাকবো নাকো আমি।
শেষবিকালে সেদিনও দেখবে পাখিদের ফিরতে নীড়ে
সন্ধার পশ্চিমাকাশে সূর্য অস্ত্র যাবে রক্ত লালের ভীড়ে
রাত্রি হলে চাঁদের আলোয় ঝলমল করবে সারা উঠান,
জোনাকিপোকা নিভবে জ্বলবে দিয়ে যাবে আলো বান।
দুপুররাতে শেয়ালের ডাক সেদিনও, শুনতে পারবে তুমি,
সেদিন তোমাদের মায়ার ধরায় থাকবো নাকো আমি।
সেইদিনও জলে ফুটবে শাপলা, রূপশী হাসি আঁখি জুড়ে,
মাঝির নৌকা থামবে কি সেইদিন, আমাকে মনে করে?
সেদিন মিছে মায়ার এ পৃথিবী, থাকবে ঠিকই দেখো,
“থাকবো নাকো আমি, মোর স্বরণে একটি কাব্য লেখো।