করিনা ভয় করিবো জয়
দুর্যোগ যত আসুক,
পিছু পা হবো না
দাঁড়িয়ে রবো না
আঁধারে পথটা ঢাকুক।
একাই লড়বো রণক্ষেত্রে
নেবো না কারো শক্তি,
সত্যের পথে চলবো সদা
করি না চুরের ভক্তি।
সাহায্য লাগলে"আল্লাহ্" আছে
সাত আসমানের পরে
দুহাত তুলে প্রার্থনা করবো
সৃষ্টিকরতার তরে।
শক্তির মালিক আল্লাহ্ একা
মহান শক্তিশালী
ওনি চাইলে অনেক শক্তি
দিতে পারে মোরে ঢালি।
অনুগত্য রবো এক আল্লাহর
মহান দয়াময়
কোন একদিন পরাজয়ের মাঠে
আমাকেও এনে দিবে জয়।