সুখ নাই,শান্তি নাই, ক্লান্ত ভরা মনে,
“আরও লাগবে আরও চাই” লিপ্সার কারণে।
অল্পে মোরা তৃপ্ত নয় লাগবে আরো প্রচুর,
স্বার্থের পিছু ছুটছি মোরা দিবা, সন্ধ্যা ভোর।
ভুলে গেছি প্রভুর হুকুম, ভুলেছি সৃষ্টির কারণ,
ভুলে গেছি মানবতা, চলছি মনের মতন।
ধনী হওয়ার আশায় মোরা অন্ধ হয়ে গেছি,
নির্ভুলকে ভুল আর সঠিককে ভুল বলছি।
সম্পদ নিয়ে ভাইয়ে ভাইয়ে করছি হানাহানি,
একের দোষ অন্যের নিকট করছি কানাকানি।
আমরা তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব বিবেক সম্পন্ন,
কেন নিজের ক্ষতি নিজেই করে হচ্ছি বিপন্ন?
অনাহারীর অন্ন নিয়ে খেলছি মোরা খেলা,
দরিদ্রের পেটে লাথি মেরে পালন করছি মেলা।
অসহায়, অনাথের অভিশাপ নিচ্ছি মোরা গায়ে,
নিত্যদিনই জ্বলছি পুড়ছি আপন পাপের দায়ে।
সুখের সন্ধানে ছুটতে ছুটতে জীবন ক্লান্তময়,
“মোরাই শান্তি নষ্টকারী” শান্তি পাব কই?