লক্ষ শহিদের রক্ত দ্বারা ক্রয়কৃত এই ভুমি,
হাজার ভাইয়ের প্রাণ বিনিময়ে অর্জিত হলে তুমি।
তোমার মুখে ফোটাতে হাসি মান দিল কত বোন,
রাখতে তোমার মান বজিয়ে শিশুরাও দিল জীবন।
কত রক্ত, কত লাশের বিনিময়ে অর্জিত এই হাসি।
হে আমার সোনার বাংলা, কতই না ভালোবাসি।
আসিলে এই ডিসেম্বর মনে পড়ে যায় ৭১-এর স্মৃতি,
বিজয়ের সেই দিনটি জাতির রক্তে অর্জিত কৃতি।
কতই না সুখ, কত আনন্দ ঘিরে আছে এই দিনে,
স্বাধীননতার এই হাসিটুকু নিয়েছি গো মোরা কিনে।
বার বার যেন বিজয় কন্ঠে বাতাসে বাঁজে জয়ধ্বণি,
পাখিরাও গাই বিজয়ের গান, প্রাণটা খুলে শুনি।