পুরুষ মানে ঘুমিয়ে থাকা নয়,
অন্ধকারেও জাগ্রত হতে হয়।
পুরুষ মানে পিছিয়ে যাও নয়,,
পুরুষ মানে ধ্বংসের পরিচয়।
পুরুষ মানেই রণের সৈনিক,
পুরুষ মানেই স্বদেশ প্রেমিক।
পুরুষ মানেই সবর্দা উন্নত শীর,
পুরুষ মানেই সত্যের প্রতিক
পুরুষ মানেই বীর।
পুরুষ মানে দুঃখ বিজয়ী,
পুরুষ মানেই এক বিদ্রোহী।
পুরুষ মানে প্রতিবাদী সূর,
জাতির জীবনে প্রেরণার ভোর।