"পুরুষ" এক বটবৃক্ষ...
যার রক্ত চুষে সকল বৃক্ষ বাঁচে,
নেই অভিযোগ, নেই আশা-
নেই অধিকার, দাবি কারো কাছে।
সর্ব জনম ছায়াঁ দিয়ে যায়,
রৌদ্রের সঙ্গে লড়ে,দুরূহ রোদে পুড়ে,
শান্ত ছায়াঁয় বসে সবাই,
সুখ পাই, শান্তি পাই, কান্ত বক্ষ জুড়ে।
স্বীয় প্রয়োজনে সবাই,
তারে শুধু ব্যবহার করে যায়,
কভু কি কেহ, বুঝতে চাই,
জানতে চাই তার কি মনে চাই?

অবহেলায়, অযত্নে বেড়ে উঠা,
"পুরুষ" একটি নিরাশ বটবৃক্ষ...
যার গুড়াই কভু দেয়না কেহ  জল।
যার খুঁজ খবর রাখে না কেহ,
আশা করে সবাই শুধু তার মিষ্টি ফল।
আপন চরণে দাঁড়িয়ে সে,
সারা জীবন কাটিয়ে দেয় পরে কথা ভেবে।
তারে কে আর আদর স্নেহ,
ভালোবাসা দিয়ে বক্ষে জড়িয়ে নিবে?