কখনো হাসি, কখনো কাঁদি, কখনো রাগী হয়,
কখনো আবার প্রতিবাদী হয়ে অস্ত্র হস্তে লয়।
দেশের কথা, মানুষের কথা, মানবতার কথা লেখি
মনুষ্যত্বহীন অমানুষ আমি চারিপাশে শুধু দেখি।
অন্যায় আর অবিচার করা নিত্যদিনের কাজ,
দুর্নীতি দ্বারা বর্ধিত আজ মানবতার সমাজ।

স্বার্থের পিছু ছুটছে সবাই মানবতার নাই মূল্য
বিবেক, বুদ্ধি বিক্রি করে হয়েছে পশুর তুল্য।
দেশে হয়েছে নরক সৃষ্টি শান্তি গেছে মরে,
সত্যবাদীর দাম নাই দেশে হাজতে রাখছে ভরে।

সাজানো কথাও মহাবাণী ভাই অর্থ থাকলে হাতে,
কাঙ্গালের মুখের সত্য বাণীর মূল্য থাকে না তাতে।
নির্দোষরাও দোষী হয়ে যায় ক্ষমতার কাছে হেরে,
জালিয়াতিরা রাজনীতি করে ভালোর মুখোশ পড়ে।

ক্ষমতার জোরে অন্যায় করে হৃদয় করছে ক্ষত,
অত্যাচারী ধ্বংস হবে ফেরাআউনেরই মতো।
অভিশাপ করি না, দাড়িয়েছি আজ বাস্তব হস্তে নিয়ে,
নমরুদকে প্রভু উচ্ছেদ করেছে ল্যাংড়া মশা দিয়ে।

ভুলে যেওনা মহাবিচারক সদায় বিরাজমান,
ভাবছো কি ছাড় পেয়ে যাবে করে ধর্মকে অপমান।
সম্পদ হারাবে ক্ষমতা হারাবে হয়ে যাবে নিষ্প্রাণ,
সেদিন গায়ের জোর হারাবে হবে দেহের অবসান।


আপনার উৎসাহ আমার,
এগিয়ে যাওয়ার হাতিয়ার।