❝কিসের এত ভয়,
কিসের পরাজয়?
কেন, আমরা হাত জোর করে
ভিক্ষা চাইবো প্রাণ?
আমরা না, বিদ্রোহী জাতি!
বিদ্রোহী মুসলমান।
আমরা কি শুনি নাই,
মুসলিম শহিদ ভাইয়ের গল্প।
আমরা কি জানি না,
এ জীবন মিছে মায়া চিরস্বল্প।
তবে কিসের ভয়ে,
এখনো সহ্য করি অপবাদ
কি কারণে, কেনো,
করি না অন্যায়ের প্রতিবাদ।
আমরা না, বিশ্বনবীর প্রাণ ত্যাগী সেনা?
আমাদের না, রক্ত দিয়ে ইসলাম কেনা?
তবে কেন নিজের রক্তের দিচ্ছি না মোরা মূল্য,
আমরা জানি না, এই কুরআন মোদের প্রাণতুল্য❞
❝আমরা সব কিছু ভুলে গেছি,
এই ডিজিটাল যুগে এসে,
আমরা সব কিছু ভুলে গেছি,
এই স্মার্ট মর্ডান যুগে বসে।
আমরা এটাও ভুলে গেছি,
যে প্রভু বলে কেউ আছে!
আমরা এটাও ভুলে গেছি,
যে নিয়ম বলে কিছু আছে।
আমরা শুধু প্রাণের ভয়ে,
সব কিছু নিচ্ছি মেনে,
আমরা বারবার পাপ করছি,
সব কিছু বুঝে জেনে।
আমরা সত্যিই আজ,
নির্বোধ জাতিতে হয়েছি পরিণত।
তাই তো আজ চোখের সামনেই,
বিধর্মীরা মারলো মানুষ কত।
করলো নবীজীর অপমান,
করলো কুরআনের অপমান।
ভীষণ কষ্ট লাগে মনে,
কেঁদে উঠে আঁখি প্রাণ,
আমরা কেমন উম্মত
ঠেকাতে পারলাম না,
বিশ্ব নবীজীর অপমান।❞