জগৎ জুড়ে মানুষ আছে, মানবতার খুব অভাব,
বিপদকালে সুযোগ খুঁজায়, এই মানুষের স্বভাব।
উপকারীকে রাখে না মনে, ক্ষতিকারী রয় মনে,
প্রয়োজন শেষে ভুলে যায় সবে স্বার্থের কারণে।
প্রেমের টানে প্রকৃত প্রেমিক, উৎসর্গ করে সবি
সেই কি পাবে প্রেমের মূল্য, জাগ্রত হবে নবরবি?
নাকি ধোকা সবি মিছে অভিনয় নিত্যদিনই চলে,
মনের বার্তা আঁখি অবগত একে একে যায় বলে।
বন্ধুত্বের কি মূল্য আছে, অর্থ রিক্ত হস্তে আজ,
ভাঙা গড়া মানুষেই খেলে, দোষী হয় এই সমাজ,
দুনিয়াটা তো বেঈমান নয়, বেঈমান মানুষের মন,
সততার মূল্য কে দেবে বল, অযথাই করি রণ।
মানুষ রূপী মানুষগুলো, দেখছে যাদের নয়ন,
খুব সহজেই করে এরা, হিংস্র পশুররূপ ধারণ।
কেমন করে পাবো আমি, প্রকৃত মানুষ খুঁজে,
ন্যায় বিচার করবে সত্যের নিশান হৃদয়ে গুঁজে