মাগো মনে পড়ে তোমাকে, নির্জনে ভাবি যবে-
আলো ছাঁয়ার লুকোচুরি খেলায়,
গ্রীষ্ম রৌদে হাওয়া মেলায়,
আবার কবে দেখা হবে...?
প্রতি প্রভাতে সূর্যের কিরণ,,সোনালী রৌদের ভোরে-
পাখিরা ডাকে রে, মিছিমিছি সূরে,
মুরুকের ডাকে-ঘুম ভেঙে যায়,এখনো মনে পড়ে।
ভোর না হতেই,,চাঁষিরা সবে ছুটে চলে যায় মাঠে,,
কি অপরূপ সৌন্দর্য্যের মাঝে নাও বাধাঁ খেয়া ঘাটে..
ছোট্ট ছোট্ট আকাঁবাকা নদী লতার ন্যায় বয়ে চলে,,
দুইধার ভরা কাঁশ ফুলে সাদা হাওয়াতে মাথা দুলে।
আজও মনে পড়ে, বৈশাখী ঝড়ে আম কুড়ানোর ধুম
অতি ভোরে উঠি, সবার আগে ছুটি - রাতে হতো না রে ঘুম।
মনে পড়ে খুব, বসন্তের রূপ কোকিলের ডাকাডাকি-
ফুটে ফুল বনে, ভ্রমরের গানে রঙের মাখামাখি।
আজও পড়ে মনে, বৃষ্টির দিনে - বল নিয়ে ছুটেছি মাঠে
গা কাঁদা করে, সকলেই পরে - ছুটেছি নদীর ঘাটে।
কত লাফালাফি, কত ঝাঁপাঝাপি - করেছি নদীর জলে..
কত মায়াঁ ভরা, সবুজে ঘেরা - মা গো তোমাকে যায়নি ভুলে।।