কষ্টে গড়া জীবন যার তারে কষ্ট দিবি কই,
দুঃখের সঙ্গে লড়াই করে নিত্য বেঁচে রয়।
হাসি মুখে সকল কষ্ট নিয়েছি আমি মেনে,
প্রিয়জনের দেওয়া উপহার রেখেছি যতনে।
আঁখি জলে যার নদী বয়ে চলে বুকে নিত্যদিন,
সে কি পাই, কান্নার ভয় হোক তা যত কঠিন।
হৃদয়টা যার প্রেম অনলে পুড়ায় সর্বক্ষণ-
সে কি করে, পুড়ে মরার ভয়, অগ্নিময় দহন?
হৃদয়টা যার পথর হয় রোদনে রোদনে ক্লান্ত,
সে কি করে হারানো ভয়, সব হারিয়ে যে শান্ত।
হাসিটা যার মৃত্যু হলো স্বজনের ব্যথা পেয়ে,
স্বপ্নহীন নয়ন দুটি তার বাঁচবে কি আর নিয়ে।