এগিয়ে যাও সত্যের বাণী হস্তে নিয়ে,
কারো আশায় দাঁড়িয়ে থাকবে না,
যদি তোমার ডাকে কেউ সাড়া না দেই,
একাই চলো, ন্যায়ের কথা তুমি একাই বলো।
কারো নিকট উৎসাহ চাইবে না,
কারো নিকট অনুপ্রেরণা চাইবে না,
কাউকে সাহস দিতে হবে না,
কাউকে পাশে দাঁড়াতেও হবে না।
কারো নিকট সাহায্যও চাইবে না।
নিজের সততা ও বুদ্ধি কে কাজে লাগাও,
আর মহান প্রভুর সাথে সুসম্পর্ক রেখো।
যুদ্ধ করতে করতে যখন ক্লান্ত হয়ে যাবে,
দুনিয়ার কারো নিকট সাহায্যের হাত বাড়াবে না,
আকাশের দিকে তাকিয়ে মহান স্রষ্টাকে স্বরণ করবে।
তিনি সকল প্রশান্তির মালিক সকল রহমতের মালিক।
সকল সুখের মালিক সকল ক্ষমতার মালিক।
মনে রেখো,
তোমার জন্ম হেরে যাওয়ার জন্য নয়,
সত্যের বাণী পৃথিবীর বুকে ছড়িয়ে দেওয়ার জন্যই।
তোমার জন্ম,, পরাজয়ের গ্লানি নিয়ে বেঁচে থাকার জন্য নয়,
সত্যের আলো দ্বারা পৃথিবীকে আলোকিত করার জন্যই।
তোমার জন্ম,, নত হওয়ার জন্য নয়।
কে কি বলল সেটা দেখা দরকার নেই,
তোমার দরকার তুমি কি বললে আর কি করলে,
ভবিষ্যতে কি করবে, কিভাবে লক্ষ্যে পৌঁছাবে।
কিভাবে সফলতা অর্জন করবে, এটাই তোমার লক্ষ্য।
জীবন যুদ্ধে কখনো হার মানবে না
ধৈর্য, সাহস ও সততার সাথে এগিয়ে যাও,
বিজয়ে মালিক তো আল্লাহ।