হে সুখ__
খোঁজেছি তোমায় আকাশে বাতাসে
খোঁজেছি সাগর নদী তীরে,
খোঁজেছি তোমায় জনতার স্রোতে
হাজারও লোকের ভীড়ে।
তোমায় খোঁজেছি ঘুঘু ডাকা নির্জন দুপুরে,
তোমায় খোঁজেছি সোনালী বিকালে-
খোঁজেছি তোমায় নিঝুম তমিস্র কাটিয়ে উঠা-
প্রতিটি সোনালী ভোরে।
খোঁজেছি তোমায় বসন্ত কোকিলের কুহু কুহু সূরে,
খোঁজেছি তোমায় ধানের শীর্ষে সবুজ মাঠ প্রান্তরে।
খোঁজছি তোমায় যুগ থেকে যুগান্তরে,
খোঁজেছি তোমায় দেশ থেকে দেশান্তরে।
স্বপ্নের রাজ্যেও খোঁজেছি তোমায়,
পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে
নিস্তব্ধ মনে একাকী থাকার দিনে,
বছরের পর বছর খোঁজেছি তোমায়।
তোমায় খোঁজেছি অর্থ,সম্পদ প্রাচুর্যে,
তোমায় খোঁজেছি ভোগ বিলাসের মাঝে।
পাইনি তোমায়, এত বছর ধরে এত তল্লাশ করে,
তুমি যে লুকিয়ে আছো মোর জননীর ভাঙা কুড়ে ঘরে।
তুমি যে লুকিয়ে আছো মোর জননীর মুচকি হাসিতে,
তুমি যে লুকিয়ে আছো মোর বৃদ্ধ পিতার অল্প খুশিতে।
হে..সুখ এত কাছে থেকেও পাইনি তোমার খোঁজ,
তুমি যে মোর জননীর গৃহে ঘরে বিরাজ করো রোজ।