হারিয়ে ফেলা শৈশব আমায় কাঁদায় সারাক্ষণ,
ছেলে খেলার দিনগুলো আজ খুঁজে বেড়ায় মন।
ঘুড়ি উড়ানোর দিনগুলো মোর ভিষণ পড়ে মনে,
বৃষ্টির দিনের আম কুড়াতাম পাড়ার ছেলেদের সনে।
হৈ-হুল্লোড় ছুটাছুটি করে মাতিয়ে রাখতাম গ্রাম,
রাত পেরিয়ে সকাল হলে লাঠিম নিয়ে বের হতাম।
মার্বেল খেলা, ডাংগুলি খেলা কি করে ভুলে যায়?
বিকাল হলেই খেলতে সকলে ছুটে মাঠেতে হারায়।
দাড়িয়াবান্ধা, গোল্লাছুট ছিলো আমাদের প্রিয় খেলা,
সারাদিন শুধু খেলাধুলা করে কাটিয়ে দিতাম বেলা।
দুই-সন্ধ্যা হলে ফিরতাম ঘরে বকুনি দিত মোর মা,
চুপচাপ পা ধুয়ে সুয়ে পড়তাম, কিছুই বলতাম না।
খাওয়ার সময় হতো যখন ঘুম থেকে তুলে মায়ে,
কোলে নিয়ে হাতে তুলে মা দিত আমায় খাইয়ে।
হাসি আনন্দের মহূর্তগুলো কভু স্বরণ যদি হয়,
দুচোখ ভরে অশ্রুতে মোর মনে বাধভাঙ্গা বান বয়।
কতই না রঙ্গিন ছিল মোর প্রিয় শৈশব দিনগুলো,
আবার ফিরে যেতে মন চাই, কি করে যাব বলো?
বদলে গেলেও সময় আমার বদলেও যায়নি হৃদয়,
বদলেও গেলেও পরিস্থিতি, বদলে যায়নি অনুভূতি।
শৈশব আমায় ডেকে বলে, তুমি আমায় ভুলে গেলে,
বল্লাম আমি কাঁন্নার সূরে, তোমায় ভুলে যায় কি করে?