ভোর না হতেই অন্ধকারে মাঠের কূলে যায়,
সেই তো মোদের স্বপ্ন আশা গাঁয়ের চাষি ভাই।
প্রভাত কালে যায় গো মাঠেসন্ধ্যায় আসে গৃহে,
একদিন সুখি হবে ভেবে কত না কষ্ট সহে।

রোদে পুড়ে বৃষ্টি ভেজে কৃষি কাজ করে,
মাথা হতে পায়ে তাদের ঘাম ঝড়ে পড়ে।
খেয়ে না খেয়ে সোনার মাঠে সফল করে চাষ
তাদের ঘামই অন্ন জোগায় দেশের বারমাস।

বর্ষার টানে হারায় এ গাঁ ভরপুর হয় নীর,
স্বপ্ন আশা সব ভেঁসে যায় নদী হারায় তীর।
ফসল ফলায় হর্ষ মনে কষ্ট করে কত
বারিতে যবে হারায় সফল ভাঙ্গে স্বপ্ন যত।

তবুও তারা করবে চাষ ছাড়বে না কভু হাল,
আজ তো তারা গেছে হেরে জয়ের স্বপ্ন কাল।
তারা কি বাঁছবে এভাবেই শুধু বাংলার হাল টেনে?
একটু সুখে আশা কি নেই; তাদের ক্লান্ত মনে?


“আপনার উৎসাহ আমার
এগিয়ে যাওয়ার হাতিয়ার ”