আমি দেখিনি বায়ন্নর ভাষা আন্দোলন,
রক্তে রঞ্জিত রাজপথে শহিদ ভাইয়ের লাশ।
প্রাণ বিনিময়ে বাঙালি করিলো ভাষা অর্জন,
ভাষা শহিদের আর্তনাদ দেখিনি করেছি বিশ্বাস।

কিন্তু আজ আমি দেখলাম,  চব্বিশের আন্দোলন, পুলিশের গুলিতে শহিদ ভাইয়ের কলিজা বিস্ফুরণ।
চাইতে গিয়ে অধিকার হয়ে গেলো আজ রাজাকার,
রক্তে কেনা স্বাধীন মাটিতে এই কেমন অবিচার।