গ্রীষ্ম লুকাই গা ঘামিয়ে বর্ষা এলো ফিরে-
তাইতো সূর্যি হাসছে না আজ মেঘলা নেত্রতীরে।
ফুল ফোটেছে মুছকি হেসে বর্ষার আগমনে,
দুষ্ট ভ্রমর ভেঁজা হাওয়ায় ঘুরছে বনে বনে।
ছোট্ট ছোট্ট বসত বাড়ি ছোট্ট রাস্তা ঘাট,
প্লাবন ভাঁসা ছোট্ট গাঁ মোর প্লাবিত ঐ মাঠ।
ফসল ভরা ক্ষেত ডুবেছে কাঁদছে দুঃখি চাঁষি,
সবুজ বনে অবুঝ কুসুম করছে হাসা হাসি।
ক্লান্ত বৃক্ষ প্রাণ ফিরেছে বর্ষার ভেজা জলে,
লপ্তপাতায় অধিক সবুজ দেখেছি দৃষ্টি মেলে।
কি বিচিত্র্য বর্ষার দেশ মুষলধারায় বৃষ্টি,
কারো হৃদয় কান্না ভরা হাসছে কারো দৃষ্টি।