আপন কে.. আপনাবিহীন বৃহৎ এই ধরায়?
কভু হলে একা মনটা আমার এ কথা ভেবে যায়।
       জন্ম হতে আজ অবধি একাই রয়েছি...
         পাশে এলো- কত আপন স্বজন,
     আমি তো আমার কষ্ট একাই বয়েছি।
কোটি জনতার ভীড়ের মাঝে পাইনি আপনজন,
নিঃস্বার্থ এই প্রণয় বন্ধনে, বুঝলো না কেউ মন,
    কলিজায় তীর বিঁধিয়ে ক্রন্দিত করে নয়ন,
    দুর্দিনে, দূরে সরে যায় প্রিয় আত্মীয়স্বজন।
   স্বার্থ লাভে কত অচেনা আপন হতে চাই,
স্বীয় স্বার্থ অর্জনে তারা প্রেমপ্রীতি দিয়ে যায়।
    চলার পথে অনেকই হেরি বন্ধু বলে ডাকে...
           পাশাপাশি চলে মধু কথা বলে-
স্বার্থ ফোরালে, হারিয়ে যায় সেও আপন ভাব্বো কাকে..!
   ভাই-বোন, বন্ধু-বান্ধব সন্তান পরিবার,
  স্বার্থের পাগল অর্থের পাগল, মন বুঝে কে আর
   সবাই আমায় ভালোবাসে এক স্বার্থভরা মনে,
  সবাই আমায় স্বরণ করে “আপন প্রয়োজনে।”
   আপন ভেবে ডাকবো কারে দুঃসময়ের দোস,
  মন খারাপের একাকীত্ব ক্ষণে রাখবে আমার খোঁজ?
      


“নীড়ের কাব্য” থেকে নেওয়া।