রইব না আর হাত ঘুঁটিয়া, মানিবো না রীতি ধারা,
কলিজাটা অদ্য কাড়িয়া নিবো অশান্তি করিবে যারা।
শপথ করিবো দেশের জন্য প্রাণটা দিতেও রাজি,
জাতির শান্তি ফিরাইয়া আনিবো রাখিবো জীবন বাজি।
স্বপ্ন নাহি দু'নয়নে অদ্য অগ্নি জ্বলিছে মনে,
জন্মভুমি টিকাইয়া রাখিতে লড়িবো বৈরীর সনে।
অন্যায় সহিতে ভীরুর ন্যায় রইবো না ঘরোয়া,
শান্তিপ্রতিষ্ঠা করিবো মোরা হাতে হাত ধরিয়া।
মুখোশদারী শিয়াল শকুন রাখিবো না আর দেশে,
রাজপথে ফেলিয়া তাহাদের মারিবো পায়ে পিষে।
আমরা সাহস, আমরা শক্তি, আমরা দেশের বল,
আমরা দেশের জনসম্পদ, আমরা জনদল।