এমনি জীবন, এমনি কপাল শান্তির নিদ্রা নাই,
দিনরাত জেগে ডিউটি করে সুখে থাকার আশায়,
অফিসে যায় আপন ইচ্ছায় বের হবার ঠিক নাই,
অসুস্থ হলেও তারা কভু ছুটি নাহি চেয়ে পাই।
প্রয়োজনেও পাই না ছুটি, চেয়ে ছুটি বারে বার,
গার্মেন্টস জীবন, জীবন নইরে বন্ধি কারাগার।
প্রডাকশন যদি না হয় কভু বলে কত কটুকথা,
নিরব নিস্তব্ধে সহ্য করে, কলিজায় লাগে ব্যথা।
অফিস শেষে, বাসায় এসে, আবার করে রান্না,
সহ্যের সীমা পেরিয়ে গেলে ঠুকরে আসে কান্না।
এই কেমন ভাগ্য ওদের বিধাতা দিয়েছেন লেখে,
পড়ে আছে শহরে সুখের আশায় আপন গৃহ রেখে।
এত উপার্জন করে ওরা তবু সুখের দেখা নাই,
হাজারও কষ্ট সহ্য করেও পরিবারের সুখ চাই।
অল্প ভৃতির চাকরী করে ওরা ব্যস্ত এই শহরে,
লবণ মিলে, মিলেনা আহার মরে স্বপ্ন অন্তরে।
সর্ববস্তুর দাম বাড়ে, বাড়ে না শ্রমিকের মূল্য,
বৈদেশিক মুদ্রা অর্জনে, কীর্তি যার নভতূল্য।
আপনার সখ মৃত্যুপ্রায় ইচ্ছাগুলো গেছে মরে,
কারো মনে পাই নারে ঠাই, এমন চাকরি করে।