কি পেলাম জীবনে। আমি তো কিছুই পেলাম না।
তুমিই না হয় পেও সব, আমি করি এই কামনা।
কি হবে এ জীবন দিয়ে? যেখানে সুখের আশা নেই,
কি হবে এ জীবন দিয়ে? যেখানে কিছু চাওয়ার নেই।
আমি তো সব হারিয়েছি তোমার পিছু ছুটে গিয়ে,
তুমি না হয় সুখে থেকো, তোমার জীবন সাথী নিয়ে।
মরুভুমির বুকে ফুল ফোটানো যে কঠিন জানতাম না,
জানলে হইতো এত চেষ্টা, এত কষ্ট বৃথা যেত না।তোমার প্রতি এত ভালোবাসা দেখিয়ে কি লাভ হলো?
তোমার চোখেরবালি হলাম অবশেষে কি দোষ ছিলো?
হয়তো সারাক্ষণ হাসি , তাই বলে কি সুখে আছি,
এ হাসি সুখের হাসি নয়, এটা দুঃখ লুকানোর হাসি।
অনেক পথ পেরিয়ে, বহু যুদ্ধ করেছি মনের সাথে,
অনেক স্বপ্ন, অনেক আশা কবর দিয়েছি দুই হাতে।
এখন শুকনো পাতার মত বেছে আছি এই ধরায়,
এখন নিরব নিস্তব্ধ হয়ে গেছি বলার মত কিছু নাই।
ভালো থেকো, সুখে থেকো হয়তো আর হবেনা দেখা,
দুঃখ করিনা, হয়তো তুমি ছিলেনা আমার ভাগ্যে লেখা।