আমার ছোট্ট গ্রামখানি হাজারো স্মৃতি ঘেরা,
খোলা আকাশ মুক্ত বাতাস স্বপ্ন দিয়ে ভরা।
নেই তো কোনো জনতার ভীড় নেইকো কোলাহল
ওই দেখা যা দিঘীর পাড়ে জল করে ছলোছল।
হঠাৎ দেখি আকাশ পানে হাজার পাখির ঝাঁক,
আবার শুনি পলাশ বনে কাল কণ্ঠের ডাক।
শরৎকালে কাশফুলে ভরা শূন্য নদীর চর,
আবার হেরি নেত্র মেলে চকাচকির ঘর।
একটু দূরে নদীর তীরে নৌকা বাঁধা খেয়া ঘাটে,
গাঁয়ের চাষি লাঙল কাঁদে যাচ্ছে ছুটে মাঠে।
ছোট্ট ছোট্ট পুকুর আছে আমার সোনার গাঁয়,
বিকাল পেরিয়ে সন্ধা হলে সবে ঘরে ফিরে যায়।