নানান ফুলের গন্ধে ভরা মোর বাগিচা খানি,
তার পূর্ব পার্শ্বে হাসে হেরি নিত্য দিনমণি।
পূবালী পবনে রূপের্রাণী দুলায় আপন মাথা,
কী শোভাময় সৌন্দর্য রে, সবুজ রঙের পাতা।
পুষ্প তুমি এতই শোভন, এতই তোমার রূপ!
তবুও তুমি নিস্তব্দ কেনো, সদায় থাকো চুপ?
কেনো তুমি শোনায় নাকো আপন রূপের বাণী?
নাকি তুমি গৌরব হীন আদর্শ পুষ্পরাণী।
দেখো দেখো মানব মানবী দেখো মন দিয়া,
মোদের চেয়ে সদায় ভালো পুষ্পগনের হিয়া।
কিছু বৃক্ষে পূর্ণ পুষ্প কিছু বৃক্ষে নাই,
তবুও তারা মিলেমিশে যেন একাকার হয়ে যায়।
নেই তো কোনো গর্ব তাদের নেই তো অহংকার,
তাদের আদর্শ গ্রহণ করো জীবনের তোমার।