পরিবারের -ই বুকে আঁকা,
বড় তুমি সন্তান।
দায়িত্ব কাঁধে তোমার,
বড় তুমি সন্তান।
পরিবারের সুখের কারণ,
যদি হতে চাও তুমি।
অর্থোপার্জন করে সুখে রাখ
পরিবারকে তুমি।
সুখ দুঃখ কষ্টের জীবনে,
তুমি তো রিয়েল হিরো।
জীবন যুদ্ধে জয়ী তুমি,
ইতিহাসে তুমি সেরা।
ইতিহাসে জয়ের পাতায়,
বড় তুমি সন্তান।
পরিবারের মূল চেতনা,
বড় তুমি সন্তান।