আমি শীতের বুড়ি আসবো শীতে
সঙ্গে আনবো জ্বর-সর্দি-কাশি।
কারে ছাড়ি কারে ধরবো,
সবাই থাকে ভয়ে ভয়ে।
আমি শীতের বুড়ি হাঁচি-কাশি,
শীতে দিনে ঠাণ্ডায় মারি।
আমার ভয়ে লুকায় বিছানায় দেখি,
সবার সম্বল কাঁথা বালিশ কম্বল।