কাজ নাই কাম নাই,
পেটে জোটেনা ভাত।
এমবি কিনে ঠিকে দেখ
অনলাইন দুনিয়ায় নাচ।
নেট দুনিয়ার অফিসার
বাস্তবতা কী দুনিয়া ঘুরে দেখ।
ফেসবুকে স্ট্যাটাস দাও,
নেটে থাকো সারারাত।
এইদিন দিন নয়,
আরো দিন আছে।
ভার্চুয়াল জগৎ ছেড়ে
বাস্তবতাকে লাগাও কাজে।
নেট দুনিয়ার দেখ
শুধু চাকরির বিজ্ঞাপন।
চাকরি নিতে যাও,
দেখবে সোনার হরিণ।