শীত আসে ঠান্ডা লাগে
গ্রামে গল্পের হাট বসাই।
সবাই হামরা আগুন তোপাই,
গল্পে গল্পে সময় কাটাই।
গ্রাম গঞ্জের মানুষ হামরা,
সোনালি সময় কাটাই বাহে।
যতই আসুক শীতে ঠান্ডা
মন হামার সবসময় চাঙ্গা।