আমরা বাঙ্গালী স্বাধীন
গর্ব করে বলতে পারি,
বীরের জাতি বীর বাঙ্গালী।
স্বাধীনতার তরে বীর বাঙ্গালী,
রক্ত দিয়ে জীবন দিয়ে,
বাংলাদেশ কিনে।
দিগ-দিগন্তে লাল সবুজের
পতাকা উড়িয়ে বীর বাঙ্গালী,
স্বাধীনতা নিয়ে ঘরে ফিরে।
বিশ্ববাসী জানে বীর বাঙ্গালীর
স্বাধীনতার জয়গান
মার্চ মাসে বাংলা জুড়ে।