আমি বর হব,তুমি বঁধু সাজো,
বিয়ে হবে তোমার আমার,
ঘর সংসার করব,
তুমি আমি দু'জন দু'জনার।

বিয়ে হলে সম্পর্কে হবে,
বন্ধন হবে দুটি আত্মার।
মধুর প্রেমে মত্ত হব,
গাইবো গান তুমি আমার।