এই শহর কত বৈচিত্র্য,

এই শহরে টাকা ওড়ে,

এই শহরে কেউ টাকা ধরে,

কেউবা আবার টাকা উড়ায়।


এই শহর কত রঙিন ,

এ শহরে ভালোবাসা ওড়ে,

এই শহরে কেউ ভালোবাসা ধরে,

কেউবা আবার ভালোবাসা  ছাড়ে।


এই শহর জন কোলাহল

তবুও কেউ কেউ ভোগে শূন্যতায়।

বুকের জমিনে যে ব্যথা

এ ব্যথা হাজারো শূন্যতার।


এ শূন্যতা পূরণ হবার নয়,

কেননা এই শহর যে শূন্যতার।

শূন্যতার যদি চিহ্ন নেই ঠিকই,

কিন্তু জীবনের রসায়ন কঠিন।