সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি
প্রতিরোধ করবে কে? আমি!
কর্ম তত্ত্বের বিকাশের ভিত্তি,
মানসিক গঠনে ইচ্ছাশক্তি বড়ই দরকার।
উৎকর্ষসাধন মানব সেবাই ধর্ম
নিয়েছি কী ব্রতী? হে মানুষ!
জনআকাঙ্ক্ষার প্রতিফলনের লক্ষ্যে
নিজেকে করো সংশোধন।
আবিষ্কার করো নিজেকে আমি মানুষ!